জাতীয়

আল্লামা শফী অর্ধচেতন, ভুগছেন জ্বরে

রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমেদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকরা আইসিইউতে তাকে অর্ধচেতন অবস্থায় অক্সিজেন দিয়ে রেখেছেন। একই সঙ্গে তিনি হালকা জ্বরে ভুগছেন।

Advertisement

বৃহস্পতিবার হাসপাতালের আইসিইউ ইনচার্জ এ আর এম নুরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া তার চিকিৎসার্থে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব তথ্য জানিয়েছেন।

গত ৬ মে ৯৫ বছর বয়স্ক অসুস্থ আল্লামা আহমেদ শফীকে চট্টগ্রাম থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয় এবং ধূপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই হাসপাতালের আইসিইউয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, আল্লামা আহমেদ শফী মূত্রনালির ইনফেকশন, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগে ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

Advertisement

এমইউ/আরএস/আরআইপি