বিনোদন

আনন্দমেলা উপস্থাপনায় সজল-নাবিলা

প্রতিবার বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন ‘আনন্দমেলা’র উপস্থাপনায় বৈচিত্র আনা হয়। এবার কে কে উপস্থাপন করবেন ঈদ আনন্দমেলা? ঈদ এলেই এই প্রশ্ন ঘুরপাক খায় টেলিভিশন দর্শকদের মনে।

Advertisement

দর্শকদের প্রত্যাশা থাকে, তাদেরই কোনো প্রিয় তারকাকে দেখবেন আনন্দমেলার উপস্থাপক হিসেবে। জানা গেছে, এবারের ঈদুল ফিতরের বৈচিত্র্যময় এ টিভি অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনয়শিল্পী সজল-নাবিলা।

খবরটি জাগো নিউজকে জানিয়েছেন সজল নিজেই। তিনি বলেন, ‌‘ছোটবেলা থেকেই দেখেছি ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি ঈদের অন্যতম একটা জনপ্রিয় টিভি ম্যাগাজিন। সেই অনুষ্ঠানটি প্রথমবার উপস্থাপনা করতে যাচ্ছি ভাবতেই দারুণ লাগছে। আশা করছি জমজমাট একটি পর্ব হবে।’

আয়নাবাজি খ্যাত নাবিলা বলেন, ‘আনন্দমেলার আয়োজকদের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহে ঈদের আনন্দমেলার পর্বের চিত্রায়ন হওয়ার কথা রয়েছে। আমি প্রস্তুতি নিচ্ছি।’

Advertisement

জানা গেছে, আগামী ঈদ আনন্দমেলায় বেশকজন জনপ্রিয় তারকা শিল্পী গান পরিবেশন করবেন। শিল্পীদের মধ্যে থাকছেন কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, হাবিব ওয়াহিদ ও কোনাল, পথিক নবী, কুদ্দুস বয়াতিসহ আরো অনেকে। এছাড়া থাকবে জাদুশিল্পী জুয়েল আইচের জাদু।

অনুষ্ঠানটির পরিকল্পনায় রয়েছেন মাসুদুল হক, আনজাম মাসুদসহ আরও অনেকে। ঈদ আনন্দমেলা প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এনই/এলএ