কিছুদিন আগেই খবর বেড়িয়েছিল বার্সার দেওয়া বাৎসরিক ৩০ থেকে ৩৫ মিলিয়ন পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মেসি। তবে মাদ্রিদভিত্তিক দৈনিক মার্কার দেওয়া সংবাদ অনুযায়ী বার্সার সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন মেসি। যদিও আনুষ্ঠানিকভাবে মেসি বা বার্সার দিক থেকে এ বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি।
Advertisement
এদিকে বার্সেলোনার সহ-সভাপতি জর্দি মেস্ত্রে এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মেসির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। আগামী সপ্তাহেই হয়তো আমরা দু’পক্ষ সেই চুক্তিতে স্বাক্ষর করে ফেলবো।’
তিনি আরও বলেন, ‘সত্য সব সময়ই সুন্দর। আমরাও আশা করছি দুই পক্ষের মধ্যে একটা সুন্দর সমাধানে আসার জন্য। অন্য কোথাও যদি আমাদের ভেতর কোনো সমস্যার কথা বলা হয়, তাহলে সেগুলো তাদের মনগড়া।’
মেসির চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়নটাই এখন আমাদের প্রধান কাজ। আমি এটা বলতে পারি যে, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আগামী কিছুদিনের মধ্যেই নতুন খবর জানাতে পারবো। তবে, এটা দীর্ঘ হবে না।’
Advertisement
এমআর/পিআর