দেশজুড়ে

বরিশালে হোটেল থেকে উদ্ধারকৃত লাশ বিএম কলেজ ছাত্রের

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে খুন হওয়া যুবকের পরিচয় মিলেছে। তার নাম শাহিন সরদর কিসলু (২৪)। শাহিন বিএম কলেজের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং ঝালকাঠির নলছিটির নলবুনিয়া গ্রামের এনায়েত হোসেন সরদারের ছেলে।বৃহস্পতিবার সকালে নিহত শাহিনের স্বজনরা খবর পেয়ে বরিশালে এসে তার লাশ সনাক্ত করেন। বুধবার সকালে সে  ‘আবাসিক হোটেল বরিশাল’র ১০৩ নম্বর কক্ষে ওঠেন। তবে তার সাথে কে ছিল তা জানাতে পারেনি নিহত শাহিনের স্বজনরা। হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে বশির হাওলাদার পরিচয়ে এক ব্যক্তি হোটেলের ১০৩ নম্বর কক্ষে ওঠে। তার সাথে আরো এক যুবক ছিল। বিকেলে একজনকে বাইরে যেতে দেখে হোটেল বয়রা। রাত ৯ টার দিকে হোটেলের এক বয় কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ এবং জানালা থেকে ভেতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১১টার দিকে ওই কক্ষের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে। কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান জানান, ওই যুবককে হোটেল কক্ষে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কেন হত্যা করেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সাইফ আমীন/এসএস/পিআর

Advertisement