শুধু মাঠেই নয়, এর বাইরেও একে অপরকে ছাড়িয়ে যেতে মরিয়া রোনালদো আর মেসি। চলতি মৌসুম শেষে আবারও মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো। ফোর্বস সাময়িকীর হিসেবে টানা দ্বিতীয় বছরে বেতন-বোনাস ও এন্ডোর্সমেন্ট মিলিয়ে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অর্থ আয় করেছেন রিয়াল ও পর্তুগিজ তারকা রোনালদো। ২০১৬ সালে রোনালদোর আয় মোট নয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গতবারের চেয়ে ৫০ লাখ ডলার বেশি।
Advertisement
গত বছরটি দুর্দান্ত কেটেছে রোনালদোর। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর দেশের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপও। এছাড়া ব্যালন ডি’অরও জেতেন এই তারকা।
এদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। তারপরেই আছেন বার্সেলোনার লিওনেল মেসি। ৩২ বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড় জেমসের গত বছরের আয় আট কোটি ৬২ লাখ ডলার। আর আর্জেন্টিনা অধিনায়ক মেসির আয় আট কোটি ডলার।
নাম খেলা আয় (ডলার)ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল ৯ কোটি ৩০ লাখলেব্রন জেমস বাস্কেটবল ৮ কোটি ৬২ লাখলিওনেল মেসি ফুটবল ৮ কোটিরজার ফেদেরার টেনিস ৬ কোটি ৪০ লাখকেভিন ডুরান্ট বাস্কেটবল ৬ কোটি ৬ লাখ
Advertisement
এমআর/পিআর