ভারতের মধ্য প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাত জন।
Advertisement
বুধবার সন্ধ্যায় মধ্য প্রদেশের বালাঘাটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভরত যাদব নামে স্থানীয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ড ঠিক কী কারণে ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে বিড়ির আগুন থেকেই বিস্ফোরণ ঘটেছে।
ভারতের আতশবাজি কারাখানাগুলোতে প্রায়ই এ ধরনের বিস্ফোরণ ঘটে থাকে।
Advertisement
ওই কারখানার ভেতরে আর কেউ আটকা নেই এবং উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে পিটিআইকে জানিয়েছেন ভরত যাদব।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে দেয়া হবে। এ ছাড়া আহতদের চিকিৎসা খরচও বহন করবে সরকার। বিবিসি।
এনএফ/পিআর
Advertisement