আইন-আদালত

ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত স্বপনকে ৫০ লাখ টাকা দিতে রুল

নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভারের গার্ডারের নিচে চাপা পড়ে নিহত স্বপন মিয়াকে ৫০ লাখ টাকা এবং আহত অপর দুই শ্রমিকের প্রত্যেককে ৩০ লাখ টাকা প্রদানের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Advertisement

এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, ফ্লাইওভার নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও রমনা থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া জনগণের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। মৃত স্বপন মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে কী পদক্ষেপ নেয়া হয়েছে, রমনা থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে তা আদালতকে অবহিত করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

Advertisement

গত ১৩ মার্চ রাজধানীর মালীবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার তোলার সময় সেটি ক্রেন থেকে ছিড়ে পড়ে। গার্ডারের নিচে চাপা পড়ে স্বপন মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় আহত হয়ে পলাশ (৪০) ও নূর নবী (৪০) নামের দুই ব্যক্তি আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।

এফএইচ/এমএআর/এআরএস/এমএস/জেআইএম