লাইফস্টাইল

উকুন দূর করার প্রাকৃতিক উপায়

মাথায় উকুন নিয়ে ঘুরে বেড়ানো আসলে আপনার স্মার্টনেসকেই ম্লান করে দেয়। যাদের প্রতিদিন অনেক মানুষের সাথে চলাফেরা করতে হয়, তারা উকুনের সমস্যাটা ভালভাবেই টের পান। অনেকের মাথায় ছোটবেলা থেকেই উকুনের একটু বেশি বাড়াবাড়ি থাকে। উকুন চুলের এবং মাথার ত্বকেরও অনেক ক্ষতি করে। উকুন নিয়ে যারা অতিষ্ট, তারা প্রাকৃতিক পদ্ধতিতেই উকুনের বংশ নির্বংশ করে দিতে পারেন। উকুন থেকে মুক্তি পেতে হলে নিচের প্যাকটি ব্যবহার করুন-যা লাগবে:১. ২ চামচ নারকেলের দুধ২. ২ চামচ পাতিলেবুর রস৩. ২ চামচ নিমপাতা বাঁটাপদ্ধতি :উপরোক্ত উপাদানগুলো ভালভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রয়োজনে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারন। এই পেস্টটি ভালো করে চুলে মেখে প্রয় ৪০ মিনিটের মতো রাখুন।এবার চুলে শ্যাম্পু করে ধুয়ে ফেলে কন্ডিশনার লাগান। ব্যস পেয়ে যাবেন উকুন মুক্ত সুন্দর চুল। যাদের চুলে উকুনের প্রাদুর্ভাব বেশি তারা ১০-১৫ দিন পরপর এই প্যাকটি ব্যবহার করলে উকুন থেকে মুক্ত থাকতে পারবেন।এইচএন/পিআর

Advertisement