ধর্ম

মাগফেরাতের দশকের প্রথম দোয়া

আজ ১১ রমজান। পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশক মাগফেরাতের প্রথম দিন আজ। আজ থেকেই মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার নিকট ক্ষমা লাভে রোনাজারি, কান্না-কাটি করবে। মাগফিরাতের দশকের প্রথম দিনে ক্ষমা লাভের একটি দোয়া তুলে ধরা হলো-

Advertisement

উচ্চারণ : আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়্যা ফিহিল ইহসান; ওয়া কাররিহ ফিহিল ফুসুক্বি ওয়াল ই’সইয়ান; ওয়া হাররিম আ’লাইয়্যা ফিহিস সাখাত্বা ওয়ান নিরানা বিআ’ওনিকা ইয়া গিয়াছাল মুসতাগিছিন।

অর্থ : হে আল্লাহ! এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় কর। তোমার অনুগ্রহের ওসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।

Advertisement

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের দ্বিতীয় দশকে রোজা পালনের পাশাপাশি মাগফেরাত লাভে তারাবিহ নামাজ আদায় এবং রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে ক্ষমা লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস