জাতীয়

রূপপুর প্রকল্প দ্রুত সম্পন্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর

রূপপুরে ২ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজের গতি আরো  বাড়িয়ে দ্রুত সম্পন্ন করার জন্য রাশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ান রাষ্ট্রদূত আলেক জেন্ডার এ নিকোলেভ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।সাক্ষাৎকালে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভের লেখা একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন রাশিয়ান রাষ্ট্রদূত।প্রাকৃতিক গ্যাস উত্তোলন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মত বড় প্রকল্পগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতার সম্পর্ক আরো দৃঢ় হয়েছে।বৈঠককালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।উল্লেখ্য, রাশিয়ার সহযোগিতায় পাবনার রূপপুরে নির্মাণ করা হচ্ছে ২ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।এসকেডি/আরএস/আরআই

Advertisement