হুমকি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা এ আদেশ দেন।
Advertisement
অভিযুক্ত ট্রাফিকের দুই কর্মকর্তা হলেন-দক্ষিণের আকরাম ও পূর্বের জাহিদ।
আদেশে তিনি বলেন, ডিআইজি ট্রাফিক তদন্ত করে ব্যবস্থা নেবেন। এ তদন্ত সহকারী কমিশনার (এসি) পদের নিচে কাউকে দিয়ে করানো যাবে না।
এর আগে গত ২৪ মে ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা আদালতে মামলাটি করেন আইনজীবী ড. একরামুল হক খান। আদালত আদেশের জন্য তা অপেক্ষমান রাখেন।
Advertisement
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২১ মে বাদী ড. একরামুল হক খানের কাছে দুই হাজার টাকা দাবি করেন ট্রাফিক কর্মকর্তা জাহিদ। তা দিতে রাজি না হওয়ায় বাদীর গাড়ির ট্যাক্স টোকেন রেখে মামলা করা হয়। পরদিন ট্রাফিক কর্মকর্তা আকরাম বাদীর কাছে এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে গ্রেফতার ও গাড়ি ডাম্পিংয়ের হুমকি দেন তিনি।
জেএ/এএইচ/জেআইএম