চলতি অর্থবছরের ১১ মাসে অর্থাৎ গত মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৬৪ দশমিক ৭২ শতাংশ। এ সময়ে মোট ব্যয় হয়েছে ৭৭ হাজার ২০৪ কোটি টাকা।
Advertisement
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি জানান, গত অর্থবছর একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৬২ শতাংশ। ব্যয় হয়েছিল ৫৮ হাজার কোটি টাকা।
তবে এডিপির কাঙ্ক্ষিত বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
Advertisement
২০১৬-১৭ অর্থবছরে এডিপির বরাদ্দ ধরা হয়েছিল ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকা। পরে জানুয়ারি মাসে সংশোধনী নির্ধারণ হয় এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।
এমএ/এসআর/জেআইএম