রাজনীতি

লতিফুরের নিরপেক্ষতা ছিল অতুলনীয় : খালেদা

সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Advertisement

এক শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, সাবেক প্রধান বিচারপতি মরহুম লতিফুর রহমান তার বিচারিক জীবনে আইনের শাসন, বিচার বিভাগের সুনাম ও মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। দেশের একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে তার খ্যাতি দেশবাসী মনে রাখবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও তার নিরপেক্ষতা ও প্রশাসনিক দক্ষতা ছিল অতুলনীয়। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। দেশবাসীর ন্যায় আমিও মরহুম লতিফুর রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছি।

খালেদা জিয়া শোক বার্তায় লতিফুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচারিক জীবনে মরহুম লতিফুর রহমানের ন্যায়পরায়ণতা, বিচক্ষণতা ও আদর্শ পরবর্তী প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। লতিফুর রহমানের মৃত্যুতে জাতি বর্তমান দু:সময়ে একজন অভিভাবককে হারালো। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম লতিফুর রহমানকে বেহেশত নসীব করেন। আমি মরহুম লতিফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় লতিফুর রহমান মারা যান। গত ২৩ মে থেকে বিচারপতি লতিফুর রহমান রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

এমএম/এআরএস/জেআইএম