আন্তর্জাতিক

সমকামিতার মর্যাদায় বিশেষ সিগন্যাল

সিগন্যাল মানেই আমরা জানি লাল কিংবা সবুজ আলো। আর যখন রাস্তা পার হওয়ার জন্য খুলে দেওয়া হয় তখন দেখা যায় আলোয় মানুষের দাঁড়িয়ে থাকার প্রতিচ্ছবি। কিন্তু, এই সিগন্যালেই অভিনবত্ব আনতে যাচ্ছে ভিয়েনা।ভিয়েনা নতুন এ সিগন্যালে শুধু দাঁড়িয়ে থাকা মানুষ নয়, হাঁটবে দুটি প্রতিবিম্ব। আর সেখানেই রয়েছে মজা। শুধু একজন পুরুষ আর একজন মহিলাই নয়, আলোয় হাত ধরে হাঁটতে দেখা যাবে দুই মহিলা কিংবা দুই পুরুষকেও। সমকামিতার মর্যাদা দিতেই এই অভিনব উদ্যোগ সরকারের।শহরের ১২০টি রাস্তা পার হওয়ার সিগন্যালে চিরাচরিত একজন মানুষের রাস্তা পার হওয়ার জায়গায় সমকামী দম্পতিদের রাস্তা পার হওয়ার আলোক সঙ্কেত বসানো হয়েছে। কর্তৃপক্ষের যুক্তি এই অভিনব উদ্যোগ পথ চলাচলে নিরাপত্তা বাড়াবে।কর্মকর্তারা জানিয়েছেন, ভিয়েনা শহরের মুক্ত দৃষ্টিভঙ্গি তুলে ধরতেই এই পদক্ষেপ। তবে কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে নতুন দৃষ্টি আকর্ষণকারী এই আলোক সঙ্কেতে হাত ধরা সমকামী দম্পতি এবং তাদের ওপরে ভালবাসার প্রতীক হৃদয়ের চিহ্ন পথচারীদের নিরাপত্তা আরো বাড়াবে।রাস্তা পারাপারের আলোয় এই নজিরবিহীন প্রতীক ইতিমধ্যেই গাড়িচালক ও পথচারীদের আকর্ষণ করছে বলে দাবি করছে ভিয়েনার নগর কর্তৃপক্ষ।আরএস/আরআই

Advertisement