লাইফস্টাইল

ইফতারে ট্যাঙ্গি ফ্রাইড চিকেন

আধুনিকার ছোঁয়া লেগেছে ইফতার আয়োজনেও। নগরীর হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে পথের পাশের অস্থায়ী দোকানেও প্রথাগত ইফতার সামগ্রীর পাশাপাশি দোকানিরা সাজিয়েছেন বাহারি ও মুখরোচক নানা খাবারের পসরা। বিভিন্ন রেস্তোরাঁয় ইফতারি করেছেন অনেক।

Advertisement

তবে আপনি চাইলে ঘরেও তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের ইফতার। অতুলনীয় স্বাদের রেসিপি শিখবো আজ। ইফতারিতে ট্যাঙ্গি ফ্রাইড চিকেন আপনাকে নতুন এক স্বাদ এনে দেবে। আজকের রেসিপি দিয়েছেন হোটেল আইটিআইসিএ-এর সত্ত্বাধিকারী শেফ ফারজানা আনোয়ার।

রেসিপির নাম : ট্যাঙ্গি ফ্রাইড চিকেন

উপকরণ:১. হাড় ছাড়া মুরগীর মাংস : ২৫০ গ্রাম২. রসুন গুড়া : ১ চা চামচ৩. সরিষা বাটা : ১ চা চামচ৪. কালো গোলমরিচ গুড়া : সামান্য৫. ময়দা : ২০০ গ্রাম৬. কর্ণ ফ্লাওয়ার : ১০০ গ্রাম৭. লবণ : স্বাদমতো৮. চিনি : ১ চা চামচ৯. ডিম : ১টি।

Advertisement

প্রস্তুত প্রণালী :ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, চিনি ও ডিম ভালোভাবে ফেটিয়ে খামির তৈরি করে নিতে হবে। মুরগির মাংসকে রসুন গুড়া, সরিষা বাটা ও কালো গোলমরিচ গুড়া দিয়ে মেরিনেট করে ডুব তেলে ভেজে তুলতে হবে।

পেঁয়াজের কলি ও টমটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরএস/এমএস

Advertisement