মেলবোর্নের জিম্মি ঘটনার সঙ্গেও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততা রয়েছে। এর আগে লন্ডনে শনিবার রাতে গাড়ি চাপা দিয়ে ও এলোপাথাড়ি ছুরি চালিয়ে সাতজনকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। খবর বিবিসির।
Advertisement
একটি সন্ত্রাসী ঘটনায় হস্তক্ষেপ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। ওই ঘটনায় এক বন্দুকধারী নিহত হয়েছে। সশস্ত্র নিরাপত্তা কর্মকর্তারা সোমবার বিস্ফোরণের খবর পেয়ে একটি অ্যাপার্টমেন্টের একটি হলরুম থেকে এক ব্যক্তির মৃতদেহ পেয়েছেন।
এছাড়া ইয়াকুব খাইর (২৯) নামে আরো একজন ওই অ্যাপার্টমেন্টের একটি ভবনে এক নারীকে জিম্মি করে রেখেছিল। খাইর নিজেকে আইএসের সদস্য বলে উল্লেখ করেছেন।
এদিকে, খাইরের সঙ্গে ওই জিম্মি ঘটনায় সম্পৃক্ততার কথা উল্লেখ করে খবর প্রকাশ করা হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ওই ঘটনায় আইএসের সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
Advertisement
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েছিল খাইর। পরে সে পুলিশের গুলিতে নিহত হয়। ওই ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যে নারীকে জিম্মি করে রাখা হয়েছিল তাকে উদ্ধার করা হয়েছে। তার কোনো ক্ষতি হয়নি।
টিটিএন/এমএস