জুনের প্রথম সপ্তাহেই রাজস্থানে বিরাজ করছে অসহ্য গরম। গরমে হাঁসফাঁস অবস্থা প্রত্যেকেরই। এসি, কুলার, লস্যি আর হাজারো ঠান্ডা পানীয়ের সাহায্যে সে অবস্থা থেকে মুক্তির আশায় মানুষ। তবে পশুদের সে সুযোগ নেই।
Advertisement
গেল রোববার দুপুরে জয়পুরের হাসানপুরা এলাকায় রাস্তার পাশে বেঁধে রাখা একটি ঘোড়া দড়ি ছিঁড়ে ছুটে গিয়ে একটি গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ে গাড়িটির ভেতরে। খবর আনন্দবাজারের।
আনন্দ বাজারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ঘোড়াটিকে রাস্তার পাশে বেঁধে খাবার খাওয়ানো হচ্ছিল। ঘোড়াটির মুখে বেঁধে দেয়া হয়েছিল খাবারের থলে। সেই খাবার কোনোভাবে ঘোড়াটির চোখে চলে যেতে পারে বলেও ধারণা প্রত্যক্ষদর্শীদের।
ঘোড়াটি যখন দৌড়াতে শুরু করে প্রাণে বাঁচতে ছোটাছুটি শুরু করেন পথচারীরা। তবে কোনো কিছু তোয়াক্কা না করে এক রাস্তা থেকে অন্য রাস্তায় ছুটতে থাকে ঘোড়াটি। ধাক্কা দিয়ে ফেলে দেয় দুটি স্কুটার।
Advertisement
এক পর্যায়ে সামনে পড়া একটি গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ে ঘোড়াটি।
এনএফ/এমএস