ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। তবে এ যাত্রায় ভাগ্য সহায় হয়েছে টাইগারদের। অজিদের বিপক্ষে হারের পরিবর্তে ঝুলিতে যোগ হয়েছে মূল্যবান ১ পয়েন্ট। আর এ পয়েন্টই মাশরাফিকে শেষ চারের স্বপ্ন দেখাচ্ছে।
Advertisement
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে শেষ আটে উঠেছিলাম। ওটা আমাদের খুবই সাহায্য করেছিলো। এখনো আমাদের একটি সুযোগ আছে। পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে হবে। এ সঙ্গে কিছু ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের কাজ এখন নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলা। কে জানে যেতেও পারি।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পর শেষ চারের জন্য ‘এ’ গ্রুপের হিসাব-নিকাশ জটিল করে দিয়েছে। সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের। তবে এ রাস্তায় কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গে ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হবে তামিম-সাকিব-মুশফিক-মোস্তাফিজদের।
এমআর/এমএস
Advertisement