আইন-আদালত

২১ শে আগস্ট গ্রেনেড হামলার ৮ আসামিকে নতুন মামলায় গ্রেফতার

২১ শে আগস্ট গ্রেনেড হামলার মামলার ৮ আসামিকে ২০১০ সালের বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তাদের গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন।

আট আসামি হলেন- জেএমবি সদস্য মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা আবু তাহের, শাহাদাত উল্লাহ, উজ্জল, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, মাজেদ ভাই ও রফিকুল ইসলাম।

এর আগে ২০০৪ সালের ২২ আগস্ট চকবাজার থানা এলাকায় কেন্দ্রীয় কারাগারের ২৬ ও ৯০ নং সেলে তাজা বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর চকবাজার থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলাটির বর্তমানে তদন্ত চলছে।

Advertisement

জেএ/এমএমএ/জেআইএম