ক্যাম্পাস

সিলেট ডিবেট ফেডারেশনের নতুন কমিটি

বিতর্ক বিষয়ক সংগঠন সিলেট ডিবেট ফেডারেশনের ২০১৭-১৮ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদওয়ান আহমেদকে সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহ মো. আদনান আহমেদ নাহিদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সোমবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

৮১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে মফিজুর রহমান (এমইউ), আতিকুজ্জামান অনিক (এমএমসি), তানভীর রেজা খান (এসআইইউ), সেজু আহমেদ (এসডিএস), মকবুল চৌধুরী অমিত (শাবিপ্রবি), অয়ন দে (এসএইউ) ও আজিজুল গাফ্ফার মিসবাহ (এলইউ) মনোনীত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রমজান আলী (এমসি), কোষাধ্যক্ষ হিসেবে তাফহিমা রহমান মৌ (এসআইইউ), প্রধান বিতর্ক সমন্বয়ক হিসেবে জুনায়েদ চৌধুরী (শাবিপ্রবি), দফতর সম্পাদক মাহমুদা আশরাফী (এসএইউ), প্রকাশনা সম্পাদক হিসেবে ইশতিয়াক আহমেদ (এমইউ), প্রচার সম্পাদক হিসেবে মুরাদ হোসেন (এলইউ), যোগাযোগ বিষয়ক সম্পাদক স্বপ্নীল মন্ডল (এমএমসি), তথ্য প্রযুক্তি সম্পাদক হোসেইন এম রায়হান (এমএমসি), প্রেস ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হোসাইন (শাবিপ্রবি), সংস্কৃতি বিষয়ক সম্পাদক পারমিতা দাস (এলইউ) মনোনীত হয়েছেন।

সিলেট ডিবেট ফেডারেশনের সদ্য বিদায়ী সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন নতুন দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ২০১৭-১৮ সেশনে কাজ করার জন্য ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আশা করি তারা দায়িত্ব সঠিকভাবে পালন করবে।

Advertisement

নব মনোনীত সাধারণ সম্পাদক আদনান বলেন, সিলেটের বিতর্ক অঙ্গনে নতুন মাত্র সৃষ্টি করার লক্ষ্য নিয়ে সিলেট ডিবেট ফেডারেশন কাজ করে যাবে। এ জন্য বর্তমান ও সাবেক সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।

আব্দুল্লাহ/এএম/পিআর