জাতীয়

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি আতাউর রহমান

সোনালী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. আতাউর রহমান প্রধান। মঙ্গলবার তিনি এ নতুন দায়িত্ব গ্রহণ করেন। আতাউর রহমান ১৯৮৪ সালে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।২০১২ সাল থেকে আতাউর রহমান প্রধান সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪ সালের জানুয়ারিতে তিনি মহাব্যবস্থাপক থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি লন্ডনের সোনালী ব্যাংক ইউকে, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণপদ যেমন বিভাগীয় প্রধান, স্থানীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপকসহ মাঠ পর্যায়েও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে তিনি এমকম ডিগ্রি লাভ করেন। এরপর তিনি কৃতিত্বের সঙ্গে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন।এসকেডি/বিএ/আরআই

Advertisement