সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে কাতারের দোহাগামী বিমানের ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া। সোমবার আমিরাতের এই বিমান সংস্থা বলছে, মঙ্গলবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।
Advertisement
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শারজাহ থেকে দোহার উদ্দেশ্যে সর্বশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরপর দোহা থেকে শারজাহর উদ্দেশ্যে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে ছেড়ে যাবে আরেকটি ফ্লাইট।
তবে যারা ৫ জুনের পর এয়ার অ্যারাবিয়ার দোহাগামী ফ্লাইটে অগ্রিম টিকিট সংগ্রহ করে রেখেছেন, তাদের সম্পূর্ণ অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে আমিরাতের এই বিমান সংস্থা। কেউ চাইলে ওই অর্থে অন্য কোনো গন্তব্যের জন্য বুকিং সুবিধা নিতে পারবেন।
সৌদি আরব, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও লিবিয়া সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এ ছয় দেশ।
Advertisement
সূত্র : রয়টার্স।
কেএ/এসআইএস/জেআইএম