এই রমজানে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান রোজা পালন করছেন। তারকারাও এর ব্যতিক্রম নন। শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তারাও রোজা রাখার চেষ্টা করেন। ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলিও তেমন রোজা পালন করছেন।
Advertisement
ঠিক এই মুহূর্তে তিনি ডুবে আছেন অভিনয়ের ব্যস্ততায়, সেটা ঈদের নাটক নিয়ে। এর ফাঁকে মিলি জাগো নিউজকে জানালেন শৈশবে তার প্রথম রোজা পালনের মজার স্মৃতি-
ফারহানা মিলি বলেন, ‘ছোটবেলার রোজার কথা মনে পড়লে এখনও হাসি পায়। কি যে বায়না ছিল রোজা রাখার! তখন বয়সটা আমার খেয়াল নেই। মনে পড়ে, কষ্ট হবে বলে মা রোজা রাখতে দিতেন না। সেহেরি খেয়ে দিনের বেলায় লুকিয়ে খাবারও খেয়েছি! আজও মনে পড়লে খুব হাসি পায় যে মাথায় পানি ঢালার সময় পানিও খেয়ে ফেলতাম যাতে কেউ না দেখে। যেন বলতে পারি ‘আমি তো রোজা রেখেছি’। হা হা হা... এগুলো ছিল ছোট বয়সের দুষ্টুমি। তখন হয়ত না বুঝে এসব করেছি। এখন অবশ্য ঠিকভাবে নিয়ম মেনে রোজা রাখার চেষ্টা করি।’
‘মনপুরা’ ছবির এই অভিনেত্রী বলেন, ‘গত বছর রোজায় কাজের খুব চাপ থাকলেও বলা যায় প্রায় সবগুলো রোজাই রেখেছিলাম। এবার তেমনি কাজের চাপ আছে, রোজা রেখে শুটিং করছি। আমার মাকে নিয়ে রমজানের আগেই অনেক কিছু কেনাকাটা করেছি। আরও বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে রোজার মাসটা ভালোভাবে কাটাতে পারি।’এনই/এলএ
Advertisement