শনিবার রাতে লন্ডন ব্রিজের কাছে চালান সন্ত্রাসী হামলার ঘটনার তদন্তে নেমে হামলাকারীর পরিচয় জানতে পেরেছে পুলিশ। বিবিসি।
Advertisement
লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব তাদের পরিচয় প্রকাশ করা হবে।
সোমবার সকালে পুলিশ জানিয়েছে, পূর্ব লন্ডনে দুটি ঠিকানা নিয়ে অনুসন্ধান করছেন তাদের কর্মকর্তারা। এর একটি নিউহ্যামে অন্যটি বার্কিংয়ে।
ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
Advertisement
পুলিশের ধারণা হামলাকারীদের একজন বার্কিয়ের একটি ফ্ল্যাটে বাস করতেন।
হামলার পর বন্ধ হয়ে যাওয়া লন্ডন ব্রিজ ও পার্শ্ববর্তী রাস্তাগুলো যান চলাচলের জন্য ফের খুলে দেয়া হয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার মার্ক রোলে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। যে চারজন পুলিশ কর্মকর্তা হামলাকারীদের থামানোর চেষ্টা করে আহত হয়েছিলেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, হামলায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
বিবিসির এশিয়ান নেটওয়ার্ককে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, হামলাকারীদের একজন গত দু’বছর ধরে চরমপন্থার দিকে ঝুঁকছিলেন।
তিনি বলেন, আমরা সুনির্দিষ্ট কিছু হামলার বিষয়ে কথা বলেছিলাম এবং অধিকাংশ চরমপন্থির মতোই সে এগুলোর মূল্যায়ন করত।
যুক্তরাজ্যে তিন মাসের মধ্যে এটা ছিল তৃতীয় হামলা। গত মার্চে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর এক গাড়ি হামলায় পাঁচজন নিহত হয়। মানচেস্টারের একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২২ জন নিহত হয়েছেন।
বিশ্বের নেতারা এ হামলার ঘটনার তীব্র নির্দা জানিয়েছেন।
কেএ/এনএফ/এমএস