গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবি সুকান্তের ভট্টাচার্য`র পৈত্রিক ভিটা উনশিয়ায় কবির ৬৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কবি সুকান্ত সেবা সংঘের নির্বাহী পরিচালক এড. দেলোয়ার হোসেনের নেতৃত্বে সংঘের কর্মকর্তা-কর্মচারীরা সুকান্ত অডিটোরিয়াম প্রাঙ্গনে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।উদীচী শিল্পগোষ্ঠী, কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার ও সাধারণ সম্পাদক রতন সেন কংকনের নেতৃত্বে উদীচীর কর্মীরাও এতে অংশ নেন। তবে তার জন্মবার্ষিকীতে প্রতিবছর তিন দিনব্যাপী সুকান্ত মেলা অনুষ্ঠিত হলেও মৃত্যুবার্ষিকীতে সাদামাটা কর্মসূচি পালিত হচ্ছে।কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাশু কুমার পান্ডে বলেন, দীর্ঘ ৫৯ বছর বেদখল থাকার পরে ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর কবির বাড়ি দখলমুক্ত হয়। এরপর থেকে কোনো বছর কবির জন্মবাষির্কী পালিত হয়, আবার কোনো বছর হয় না। একইভাবে কোনো বছর মৃত্যুবাষির্কী পালিত হয়, কোনো বছর হয় না। তবে আমার জানা নেই কেনো এই ছন্দ পতন। আমি চাইবো সরকারি অথবা বেসরকারিভাবে যেন কবির জন্ম এবং মৃত্যুবাষির্কী ঘটা করে পালন করা হয়।উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার জানান, আমরা আগামী শুক্রবার কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি সুকান্ত লাইব্রেরী ও অডিটোরিয়াম প্রাঙ্গনে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছি।কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি শেখ আয়নাল হোসেন বলেন, আমরা প্রতিবছরই কবির মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান করি। অনিবার্য কারণে সংসদের পক্ষ থেকে এ বছর কোনো কর্মসূচি হাতে নিতে পারিনি।এস এম হুমায়ূন কবীর/এআরএ/আরআই
Advertisement