খেলাধুলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে শঙ্কা

ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছে লন্ডন। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো লন্ডন। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে সন্ত্রাসী হামলার চেয়ে বড় বাঁধা হিসেবে দেখা দেওয়ার কথা বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি সম্পন্ন হতে পারবে কি না, এ নিয়েও সংশয় আছে।

Advertisement

বিবিসির আবহাওয়ার পূর্বাভাস বলছে, ওভালে আজ বিকেল থেকেই বৃষ্টি বাগড়া দেবে। বিকেল চারটায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। সন্ধ্যা সাতটায় তা রূপ নিতে পারে ভারী বৃষ্টিতে। রাত দশটায় আবারও হালকা বৃষ্টির পূর্বাভাস। যে বৃষ্টি দিবাগত রাত একটায় ভারী বর্ষণে রূপ নিতে পারে।

এদিকে কমপক্ষে দুই ইনিংসে ২০ ওভার করে খেলা না হলে বাতিল হয়ে যায় ম্যাচ। আপাতত যা পূর্বাভাস, তাতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাটা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গতকাল (রোববার) ভারত-পাকিস্তান ম্যাচে বারবার হানা দিয়েছে বৃষ্টি। এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটা শেষ হতেই দেয়নি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিংটন ওভালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

Advertisement

এমআর/এমএস