আন্তর্জাতিক

জরিপে হামাস এগিয়ে

গাজায় যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাসের জনপ্রিয়তা হুহু করে বাড়ছে। এমনকি আজই যদি ভোট হয়, তাহলে অপর রাজনৈতিক দল ফাতাহর প্রধাননেতা মাহমুদ আব্বাসকে হারিয়ে হামাসনেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। সম্প্রতি এক জনমত-জরিপে এমন চিত্রই প্রতিফলিত হয়েছে।প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি ও সার্ভে রিসার্চ মঙ্গলবার এই জরিপের ফল প্রকাশ করে। জরিপ বলছে, যদি আজই নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে মাহমুদ আব্বাসের চেয়ে অন্তত দ্বিগুণ ভোট পাবেন ইসমাইল হানিয়া।গাজা ও পশ্চিম তীরের এক হাজারের বেশি ফিলিস্তিনি এই জরিপে অংশ নেয়। জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ মানুষ মনে করে, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে সশস্ত্র প্রতিরোধই উত্তম উপায়। বিপরীতে ২০ ভাগ মানুষ কোনো বিশৃঙ্খলা-অস্থিরতা চান না বলে মত দিয়েছেন।৭৯ ভাগ মানুষ মনে করে, গাজা-যুদ্ধে হামাসেরই জয় হয়েছে। মাত্র তিনভাগ মানুষ বলেছে, যুদ্ধে ইসরায়েলই জিতেছে। আর দুই পক্ষই পরাজিত বলে মত দিয়েছে ১৭ ভাগ মানুষ।উল্লেখ্য, ২০০৭ সালের পর গাজায় কোনো সাধারণ নির্বাচন হয়নি। তখন থেকে গাজার নিয়ন্ত্রণাধিকার হামাসের হাতেই আছে। সূত্র : আলজাজিরা।

Advertisement