জাতীয়

বাজেটে হতাশ জাতীয় প্রতিবন্ধী ফোরাম

বাজেটে হতাশ জাতীয় প্রতিবন্ধী ফোরাম

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধীদের জন্য মন্ত্রণালয় ভিত্তিক বাজেট না করায় হতাশা প্রকাশ করেছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।

Advertisement

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮: প্রতিবন্ধী জনগণের প্রত্যাশ ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ হতাশা প্রকাশ করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কিছু ভাতা দিয়ে প্রতিবন্ধীদের উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধী সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়নি। প্রতিবন্ধী জনগণকে বাদ দিয়ে কখনও জাতীয় উন্নয়ন সম্ভব নয়।

`আমরা বাজেটে দান-খয়রাত চাই না। সরকার প্রতিবন্ধীবান্ধব বাজেট করবে এটাই কাম্য। আমরা আশা করছি সরকারের অর্থমন্ত্রী আমাদের বিষয়টি বিবেচনায় রাখবে।`

তারা বলেন, এ সরকারকে প্রতিবন্ধীবান্ধব সরকার মনে করলেও তারা প্রতিবন্ধীবান্ধব বাজেট প্রণয়ন করেনি। এবারের বাজেটে প্রতিবন্ধীদের জন্য সামান্যই রাখা হয়েছে। প্রতিবন্ধীদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ বাজেট কিছুই নয়। আমরা মন্ত্রণালয় ভিত্তিক বাজেট চেয়েছিলাম তা পাইনি।

Advertisement

সংবাদ সম্মেলনে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান নজীব, মহাসচিব ড. সেলিনা আখতার, কোষাধ্যক্ষ তাইজুদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী নাজরানা ইয়াসমিন হিরা প্রমুখ বক্তব্য দেন।

এএস/এমএমএ/পিআর