খেলাধুলা

বাংলাদেশের বোলিং দুর্বলতা কাজে লাগাতে চান ম্যাক্সওয়েল

সাকিব আল হাসান নেই সেরা ছন্দে। তাছাড়া রহস্যময় স্পিনারও নেই এই মুহূর্তে! মেহেদী হাসান মিরাজও তো একাদশে নিয়মিত নন। রয়েছেন আসা-যাওয়ার মিছিলে। পেস বোলিংটাও তো খুব একটা কাজে লাগছে না বাংলাদেশের।

Advertisement

তার ওপর চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকতরা বাকি বোলারের অভাব পূরণ করতে পারেননি। খেসারত দিতে হয়েছে। বাংলাদেশ হেরে গেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

আগামীকাল সোমবার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ওই ম্যাচে টাইগারদের বোলিং দুর্বলতা কাজে লাগাতে চান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েল।

বাংলাদেশের বোলিং নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ। কিন্ত বোলিংয়ে তাদের সংগ্রাম করতে হয়েছে। ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ সামলাতে পারেনি বাংলাদেশের বোলাররা। এটাই (টাইগারদের বোলিং) আমাদের টার্গেট হতে পারে।’

Advertisement

বাংলাদেশের বোলিংয়ে ঘাটতি কোথায়? সেটাই বোধ হয় জানাতে চাইলেন ম্যাক্সওয়েল, ‘বাংলাদেশ দলে এমন কোনো বোলার পাবেন না যে কিনা ১৪৫+ (কিমি/প্রতি ঘণ্টায়) বোলিং করতে পারে। অন্যান্য দলের মতো রহস্যময় স্পিনারও এখন ওদের নেই। আমরা এটাকেই লক্ষ্য বানাতে পারি। তাদের (বাংলাদেশের বোলারদের) আক্রমণ করতে পারি।’

এনইউ/এমএস