দেশজুড়ে

কেশবপুরে ৩ রাজাকার গ্রেফতার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত যশোরের কেশবপুর উপজেলার তিন রাজাকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন, চিংড়া গ্রামের মফেজ উদ্দিনের ছেলে ওজিয়ার রহমান ও ভালুকঘর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আকরাম হোসেন।যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ রাজাকারকে গ্রেফতারের জন্য মঙ্গলবার রাতে কেশবপুরের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই তিন রাজাকারকে গ্রেফতার করে পুলিশ।মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার ১১ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে গত বছরের ২৯ নভেম্বর মাওলানা সাখাওয়াত হোসেন ঢাকায় গ্রেফতার হয়।যশোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে বুধবার ভোরেই ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।মিলন রহমান/এআরএ/আরআই

Advertisement