ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন ক্রিস ওকস। তার বিকল্প খুঁজছিল ইংল্যান্ড। অবশেষে ক্রিস ওকসের বিকল্প পেয়ে গেছে স্বাগতিকরা। এই অলরাউন্ডারের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন স্টিভেন ফিন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ রোববার নিশ্চিত করেছে এমন তথ্যই।
Advertisement
বাংলাদেশের বিপক্ষে বল হাতে ইংল্যান্ডকে শুভসূচনা এনে দিয়েছিলেন ক্রিস ওকস! ২ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন মাত্র ৪ রান। অবশ্য কোনো উইকেটের দেখা পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটিতে খেলতে গিয়ে চোট পেয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে ওকসের চোটের পরীক্ষা করা হয়। ফল ভালো ছিল না। ইনজুরি মারাত্মক। এর জন্য টুর্নামেন্টে আর খেলাই সম্ভব না। যে কারণে ক্রিস ওকসকে নিয়ে আর ঝুঁকি নিতে চায়নি ইংল্যান্ড।
ওকসের ইনজুরি শঙ্কা ছিল আগেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটি খেলেছেন তিনি। প্রথম ম্যাচটিতে। বিপদমুক্ত রাখতে পরের দুটি ম্যাচে তাকে খেলায়নি ইংল্যান্ড। তাতেও রক্ষা হয়নি! চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই ইনজুরিতে পড়লেন তারকা এই অলরাউন্ডার। ইংলিশদের বড় ক্ষতিই হয়ে গেল।
Advertisement
এনইউ/এমএস