রাজনীতি

বিরোধীদল-সরকারি দল শত্রু নয় : এরশাদ

বিরোধীদল-সরকারি দল শত্রু নয়, প্রতিপক্ষ। বিরোধীদল-সরকারি দল এক হয়েই দেশটাকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।এইচ এম এরশাদ বলেন, আজ যারা সরকারে আছেন তারাও বিরোধী দলে ছিলেন। এর আগে যারা বিরোধী দলে ছিলেন তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন? তিনি বলেন, অতিতের খারাপ দৃষ্টান্ত টানবেন না। অাসুন অতীতকে কবর দেই। বিরোধীদল-সরকারি দল শত্রু নয়। আমরা প্রতিপক্ষ। আমাদের এক হয়েই দেশটাকে গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, আমরা সংসদে থেকে সরকারের ভুল ধরিয়ে দেবার চেষ্টা করছি। ছায়া সরকারের ভূমিকা পালন করছি। এটা কি গণতান্ত্রিক আচরণ নয়? আপনারা আমাদের নিয়ে হাসেন। কটাক্ষ করেন। আমাদের নিয়ে হাসবেন না। তাহলে গণতান্ত্রিক শাসনকে বিদ্রুপ করা হবে।বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আমার সময় জনসংখ্যা ছিল নয় কোটি। এখন ষোল কোটি। মানুষ বাড়ছে। সঙ্গত কারণেই বাজেট বড় হবে।

Advertisement