রাজনীতি

স্বামীকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান হাসিনা

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।বুধবার দুপুরে গুলশানের ৭২ নম্বর সড়কের ৭ নং বাসায় সাংবাদিকদের কাছে হাসিনা আহমেদ বলেন, ভিসার জন্য সকালেই আবেদন জমা দিয়েছি। হাইকমিশনে আমাদের লোকজন কাজ করছেন। ভিসা আমার হাতে পেলেই আমি শিলং রওনা হবো।তিনি বলেন, ভিসার আবেদনপত্রে সড়ক ও আকাশ পথ উল্লেখ করা হয়েছে। যেটাতে সুবিধা হবে, সেই পথেই যাবো।শিলং থেকে সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে যেসব আইনি জটিলতা রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সেখানে পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এ ব্যাপারে আমি সরকারের সহযোগিতা কামনা করছি।দীর্ঘ দুই মাসের অধিক সময়ের ‘নিখোঁজ’ থাকার পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি মানসিক হাসপাতাল থেকে মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ তার স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর এ নিয়ে ব্যাপক আলোচনা ঝড় উঠে।স্বামীর কাছে দেখা করতে সকাল ৯টায় ভারতীয় হাইকমিশনে আবেদনপত্র জমা দেয়া হয়। দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ভিসা দ্রুত করতে দূতাবাসে সঙ্গে যোগাযোগ করছেন।জানা গেছে, সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ও তার ভগ্নিপতি মাহবুবুল করীম বুলবুলসহ চার জনের নামে ভিসার আবেদন করা হয়েছে।সাংবাদিকদের হাসিনা আহমেদ বলেন, মঙ্গলবারের পর আর তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা জানতে পেরেছি, শিলংয়ের মিমহান্স মেন্টাল হাসপাতাল থেকে তাকে (সালাহউদ্দিন আহমেদ) সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।হাসিনা সাংবাদিকদের বলেন, আমার স্বামীকে অক্ষত অবস্থায় আমরা ফিরে পেয়েছি, এজন্য দেশবাসীসহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।# ভিসার অপেক্ষায় হাসিনাএমএম/এআরএস/আরআইপি

Advertisement