দেশজুড়ে

জামালপুরে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জামালপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা ও ট্রেন থেকে পড়ে দু’জন এবং সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সদর উপজেলার নুরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকা থেকে আসলাম হোসেন (২০) নামে ট্রেনে কাটা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আসলাম ওই ইউনিয়নের বিলপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। এদিকে মেলান্দহ উপজেলার বালিরভিটা এলাকায় রেল লাইনের পাশে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের(২৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার সকালে স্থানীয় লোকজন ধান কাটতে গিয়ে লাশ দেখতে পেয়ে মেলান্দহ থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল রেলওয়ের জমিতে হওয়ায় মেলান্দহ থানা পুলিশ রেলওয়ে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থল থেকে রেলওয়ে থানা পুলিশ অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবকের শরীরে কাটার কোন চিহ্ন নেই, তবে পুলিশ ধারণা করছে রাতের কোন একসময় ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।অপরদিকে জামালপুর সদর উপজেলার কালীবাড়ি ঘুন্টিমোড় এলাকায় সিএনজি অটোরিকশার চাপায় রমজান আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রমজান আলী কালীবাড়ি ঘুন্টিমোড় এলাকার ফরহাদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কালীবাড়ি ঘুন্টিমোড় এলাকায় রমজান আলী রাস্তা পার হচ্ছিলো। এসময় সরিষাবাড়ী থেকে জামালপুরগামী দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা রমজানকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে রমজান আলীকে মুর্মূর্ষ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ সিএনজি অটোরিকশাটি আটক করে পুলিশে দিয়েছে। শুভ্র মেহেদী/এসএস/এমএস

Advertisement