কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে একপেশে ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর ম্যাচে দুই গোল করে মেসিকে টপকে রোনালদো হয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা।
Advertisement
চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা খুব বেশি ভালো ছিল না রোনালদোর। গ্রুপ পর্ব ও শেষ ষোলোর ম্যাচ শেষ তার গোল সংখ্যা ছিল মাত্র ২। যেখানে মেসির গোল। সবাই ধারণা করছিলেন চ্যাম্পিয়ন্স লিগের গোল্ডেন বুট এবার মেসিই পাচ্ছেন।
কিন্তু বড় ম্যাচে জ্বলে ওঠা যার অভ্যাস, সেই রোনালদো আর চুপ থাকতে পারলেন না। কোয়ার্টার ফাইনালে বায়ার্নের বিপক্ষে দুই লেগে হ্যাটট্রিকসহ করলেন ৫ গোল। আর শেষ চারের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও হ্যাটট্রিক করলেন। ফলে ফাইনাল ম্যাচের আগের রোনালদোর গোলসংখ্যা ১০।
ফাইনালে ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল করে প্রথমে মেসির পাশে বসলেন রোনালদো। আর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে মেসিকে টপ হয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান আসরের সর্বোচ্চ গোলদাতা।
Advertisement
এমআর/জেআইএম