জাতীয়

ব্লগার হত্যা ধর্মীয় স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর আঘাত

ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের ঘটনাকে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর আঘাত বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়- অনন্ত বিজয় দাসকে ১২ মে তার কর্মস্থলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হয়। তিনি মুক্তমান ব্লগে লেখালেখি করতেন। ওই ব্লগটি পরিচালনা করতেন আরেক মুক্ত চিন্তাকারী অভিজিৎ রায়। গত ফেব্রুয়ারি মাসে একই কায়দায় তাকেও হত্যা করা হয়েছে। গত মার্চ মাসে আরেক ব্লগার ওয়াসিকুর রহমানকে একইভাবে হত্যা করা হয়েছে। বিৃবতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড অ্যাডাম বলেন, `ধর্মনিরপেক্ষ ব্যক্তি ও নাস্তিকদের ওপর এই ধরণের অবাধ আক্রমণ শুধুমাত্র তাদের স্তব্ধই করছে না বরং যারা বাংলাদেশে ধর্মীয় বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে চিন্তা করেন তাদের এক ধরণের হতাশাজনক বার্তা দিচ্ছে। ` তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত দ্রুত এই ধরণের হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করা। ধর্মীয় স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর আঘাত সহ্য করা হবে না- এ বিষয়টি নিয়েও সরকারের বক্তব্য থাকতে হবে। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় বাসার সামনে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা অনন্ত বিজয় দাশকে (৩০) কুপিয়ে হত্যা করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অনন্ত ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। তার সম্পাদনায় সিলেট থেকে প্রকাশিত হচ্ছিল বিজ্ঞান বিষয়ক ছোটকাগজ ‘যুক্তি’। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।এআরএস/এমএস

Advertisement