বিনোদন

চলচ্চিত্রে অনিয়মের যৌথ প্রযোজনা বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নামকাওয়াস্তে যৌথ প্রযোজনার নামে যেসব ছবি নির্মিত হচ্ছে তা বেশিরভাগই অনিয়মে। যার ফলে একপক্ষ লাভবান হলেও আরেকপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই চলচ্চিত্রে অনিয়মের যৌথ প্রযোজনা বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৪টি সংগঠনের নেতারা।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে এফডিসিতে সবগুলো সংগঠনের নেতারা অনিয়মের যৌথ প্রযোজনা বন্ধে এক বৈঠক করেন। বৈঠক শেষে চিত্রপরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের চলচ্চিত্র এখন খুব ভালো অবস্থায় নেই। এ অবস্থায় চলচ্চিত্র সংগঠনগুলো একত্রে কাজ না করলে চলচ্চিত্রের উন্নতি সম্ভব নয়। তাই চলচ্চিত্রের সব সংগঠনের নেতারা উপস্থিত থেকে একত্রে কাজ করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছি। আমরা চলচ্চিত্রের সবগুলো সংগঠনের নেতারা অনিয়মের যৌথ প্রযোজনার ছবি বন্ধ করতে চাই।’

সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘নিয়ম মেনে যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হলে আমাদের কোনো আপত্তি নেই। সেটাকে আমরা সাধুবাদ জানাব। কিন্তু অনিয়মের যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হলে তা বন্ধ করা হবে।’

চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি ছাড়াও বাকি সংগঠনগুলোর নেতারা জানান, নিয়ম মেনে যৌথ প্রযোজনা নির্মিত না হলে আমরা ঈদের পরেই কঠোর আন্দোলনে নামব। যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণায় ছবি নির্মাণ বন্ধের জন্য আগাম হুঁশিয়ারি জানালাম।

Advertisement

এনই/বিএ/জেআইএম