রাজনীতি

দুর্নীতিবাজদের আরও দুর্নীতি করার বাজেট : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের ঘোষিত বাজেটে দুর্নীতিবাজদের দুর্নীতি করার বেশি সুযোগ করে দেয়া হয়েছে। বিরাট আকারের বাজেটে মেগা প্রজেক্ট নেয়া হয়েছে। করের মাধ্যমে জনগণকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখা হয়েছে।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুষ্পদাম হোটেলে ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও চুরি আড়াল করতে করের বোঝা বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা এই বাজেটে নেই।

‘শাসকগোষ্ঠী যখন আমাদের কৃষ্টিকে, ধর্মীয় মূল্যবোধকে অসম্মান করছে, প্রতিটি ধর্মের মানুষকে অসন্মান করছে। তখন এমন বাস্তবতায় ইফতার মাহফিলেও বাধা দিচ্ছে পুলিশ।’

Advertisement

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠান পুলিশের সহায়তার আওয়ামী লীগের গুণ্ডারা ভাঙচুর করেছে। এমনকি আমান উল্লাহ আমানের বাড়িতেও হামলা করা হয়েছে।

‘দেশে এমন একটা অবস্থা চলছে তা ফ্যাসিবাদের সঙ্গে তুলনীয়,’ যোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ম্লান করে দেয়া হয়েছে। ধর্মীয় চেতনাকে নষ্ট করে দেয়া হয়েছে। সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়েই এ রাজনৈতিক সংকট দূর হবে।

জনগণের ইস্পাত কঠিন ঐক্য দরকার মন্তব্য করে তিনি বলেন, আধিপত্যবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্যের বিকল্প নেই। প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলেই অপশক্তিকে বিদায় করতে হবে।

Advertisement

খেলাফতে মজলিসের আমির মাওলানা মজিবুর রহমান পেশোয়ারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে খেলাফত দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, শফিক উদ্দিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ইফতারে অংশ নেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক নেতা মাহফুজ উল্লাহ, যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী প্রমুখ।

এমএম/এমএমএ/পিআর