তথ্যপ্রযুক্তি

১২.৯ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড আনছে অ্যাপল

১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড আনতে কাজ করছে শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহকারীরা এরই মধ্যে এ যাবত কালের সবচেয়ে বড় আইপ্যাড তৈরির সব প্রস্তুতি সম্পন্ন করেছে। -খবর ব্লুমবার্গসংশ্লিষ্ট এক কর্মকর্তার উদ্ধৃতি অনুযায়ী, আগামী বছরের প্রথম প্রান্তিক থেকেই এ আইপ্যাডের উৎপাদন শুরু করবে অ্যাপলের সরবরাহকারীরা। তবে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৫ সালের আগে কোনোভাবেই নতুন সংস্করণের আইপ্যাডের উত্পাদন শুরু করবে না অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।বাজার বিশ্লেষকদের মতে, অ্যাপল যদি সত্যিই ১২.৯ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড বাজারজাত করে, তবে সেটা বর্তমান বাজারে প্রচলিত আইপ্যাড তো বটেই, শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মাইক্রোসফটের সারফেস থ্রি ট্যাবলেটের থেকেও প্রায় ১ ইঞ্চি বড় হবে। মাইক্রোসফট সাধারণত তাদের সারফেস থ্রি ট্যাবলেট বাজারজাত করে কিবোর্ডসহ। করপোরেট ক্রেতারাই মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ ট্যাবলেটটির মূল গ্রাহক।আইফোন আর ম্যাক কম্পিউটারের বিক্রি বাড়লেও সর্বশেষ আর্থিক বছরে আইপ্যাডের বিক্রি কমেছে ৯ শতাংশ। এ অবস্থায় একটি ডেস্কটপ কম্পিউটারের সমকক্ষ ‘সুপার ট্যাবলেট’ বাজারজাত করলে সেটা বর্তমান বাজার পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।অন্যদিকে ঠিক এর বিপরীত ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। কেননা বর্তমান সময়ে তুলনামূলক ছোট প্রযুক্তি পণ্যগুলোর চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে বাস্তবেই অ্যাপলের ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইপ্যাডটি বাজারে কী ধরনের প্রভাব ফেলবে, তা জানতে আগামী বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত গ্রাহকদের অপেক্ষা করতে হবে।

Advertisement