জাতীয়

আরআরএফ-এর নতুন সভাপতি ফয়েজ উল্লাহ, সম্পাদক বাদল

দৈনিক নয়াদিগন্তের ফয়েজ উল্লাহ ভূঁইয়াকে সভাপতি ও দৈনিক যুগান্তরের উবায়দুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) দুইবছর মেয়াদী (২০১৭-২০১৯) নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ধর্মীয় বিটে কর্মরত রিপোর্টারদের এ সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলনে সবার সম্মতিতে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

আরআরএফে’র বিদায়ী সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সংগঠনের গত দুই বছরের কর্মকাণ্ড তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভুঁইয়া।

দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের সবার সম্মতিতে নতুন কমিটি গঠিত হয়। বিদায়ী সহ-সভাপতি জামাল উদ্দিনকে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

Advertisement

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মিয়া হোসেন (দৈনিক সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ (কালের কন্ঠ) কোষাধক্ষ্য রকিবুল হক (আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক মো. নঈমুদ্দিন (রাইজিং বিডি), দফতর সম্পাদক কাওসার আজম (দ্য রিপোর্ট), প্রচার সম্পাদক কামরুজ্জামান বাবলু (নিউ নেশন)।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- বিদায়ী কমিটির সভাপতি শামসুল ইসলাম (দৈনিক ইনকিলাব), এইচএম জামালউদ্দিন (আমার দিন), মনিরুজ্জামান উজ্জ্বল (জাগো নিউজ), মোহসিনুল করিম লেবু (ডেইলি অবজারভার) ও রফিক আহমেদ (আমাদের অর্থনীতি)।

এমইউ/এমএমএ/পিআর

Advertisement