অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেটের কোথাও কোনো দুর্বলতা নেই, পুরো বাজেটই উজ্জ্বল। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
Advertisement
এতে উপস্থিত ছিলেন,শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, আগামী দুই মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয় করা হবে। আগে অনেক দিন পর পর সুদের হার সমন্বয় করা হতো। কিন্তু এখন প্রতিবছরে অন্তত একবার সমন্বয় করা হবে। কারণ বাজারের সুদহার থেকে সঞ্চয়পত্রের সুদহারে অনেক বৈষম্য হওয়াটা যৌক্তিকতা নেই। তবে অল্প ব্যবধান থাকবে। বাজারে ৭ শতাংশ আর সঞ্চয়পত্রে ১১ শতাংশ হবে এটা ঠিক না। এমইউএইচ/এমআরএম/পিআর
Advertisement