তথ্যপ্রযুক্তি

পরীক্ষায় নকল ঠেকাতে ইথিওপিয়াতে ইন্টারনেট বন্ধ

পরীক্ষায় নকল ঠেকাতে ইথিওপিয়াজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের এক মুখপাত্র। বিবিসি।

Advertisement

ইথিওপিয়ার গর্ভনমেন্ট কমিউনিকেশন অ্যাফেয়ার্সের মোহাম্মদ সায়িদ রয়টার্সকে বলেছেন, গতবছর পরীক্ষায় যে অবস্থা হয়েছিল, এ বছর সে দশা ঠেকাতেই ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।

এরআগে ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করেছিল ইথিওপিয়া।

অক্টোবরে সরকারবিরোধী আন্দোলনের পর থেকেই ইথিওপিয়াতে জরুরি অবস্থা জারি রয়েছে। গতবছর কয়েক সপ্তাহের জন্য মোবাইল সেবাও বন্ধ করা হয়েছিল দেশটিতে।

Advertisement

এনএফ/এমএস