খেলাধুলা

রুটের সেঞ্চুরি, বিপদে বাংলাদেশ

শুরুতে ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছিলেন মাশরাফি-মোস্তাফিজ। সেই ধাক্কা সামলে দুর্বার গতিতে স্বাগতিকদের এগিয়ে আলেক্স হেলস আর জো রুট জুটি। তাদের দু’জনের ‍জুটিতে ১৫৯ রান ওঠার পর অনিয়মিত বোলার সাব্বির রহমান এসে ভাঙন ধরান; কিন্তু তাতে লাভ হলো না কিছুই। জো রুট আর ইয়ন মরগ্যানের ব্যাটে জয়ের দিকেই এগিয়ে চলছে স্বাগতিক ইংল্যান্ড।

Advertisement

এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৪৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫৮। সেঞ্চুরি করে ফেলেছেন জো রুট। তিনি অপরাজিত রয়েছেন ১০১ রানে। হাফ সেঞ্চুরি করেছেন ইয়ন মরগ্যানও। তিনি অপরাজিত ৫৭ রানে। তার আগে ৯৫ রান করে আউট হন আলেক্স হেলস।

দ্বিতীয় উইকেট জুটিতে যখন একের পর এক ভয়ঙ্কর হয়ে উঠছিলেন রুট আর হেলস, নিয়মিত বোলাররা যখন কিছুই করতে পারছিলেন না। বাধ্য হয়েই অনিয়মিত বোলার সাব্বিরের হাতে বল তুলে দিলেন মাশরাফি। আর তাতেই কপাল খোলে বাংলাদেশের। ব্যক্তিগত ৯৫ রান করে সানজামুলের (পরিবর্তিত ফিল্ডার) হাতে কযাচ দিয়ে সাজঘরে ফেরেন হেলস। আর এতেই হেলস ও রুটের ১৫৯ রানের জুটি ভাঙল।

কেনিংটন ওভালে বাংলাদেশের দেওয়া ৩০৬ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৬ রানেই সাজঘরে ফিরে যান রয়। মাশরাফির করা অফ স্টাম্পের অনেক বাইরের বল স্কুপ করার চেষ্টায় শর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের অসাধারণ এক ক্যাচে পরিণত হন জেসন রয়।

Advertisement

দ্রুত উইকেটে হারিয়ে আর কোন ঝুঁকি না নিয়ে হেলস ও রুট দ্রুত গতিতে রান তুলে দলকে ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন। মাশরাফি, মোস্তাফিজ, রুবেলদের দেখে শুনে খেলে ওপেনার হেলস এরই মধ্যে তুলে নেন তার নবম অর্ধশত। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ৫ রান দূরে থাকে সাব্বিরের বলে সুইপ করলে সানজামুলের তালুবন্দি হন। এদিকে হেলস বিদায় নিলেও ভয়ঙ্কর হয়ে ওঠা আরেক ব্যাটসম্যান রুট উইকেটে আছে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরি মুশফিকের হাফসেঞ্চুরির উপর ভর করে ৩০৫ রান সংগ্রহ করে টাইগাররা।

আইএইচএস/

Advertisement