আইন-আদালত

সুপ্রিম কোর্টে ৫টি নতুন এজলাস নির্মাণ করা হবে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সুপ্রিম কোর্টের জন্য আগামী ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দের প্রস্তাব করে বলেছেন, সুপ্রিম কোর্টে ৫টি নতুন এজলাস নির্মাণ করা হবে। ২০১৭-১৮ অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্য ১৬৫ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অনুন্নয়ন খাতে এ টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

Advertisement

২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য অনুন্নয়ন খাতে ১৬৭ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫টি নতুন এজলাস/কোর্ট নির্মাণ, সুপ্রিম কোর্টের জাজেস লাইব্রেরি আধুনিকীকরণ এবং লাইব্রেরি ব্যবস্থাকে অটোমেশনকরণ, সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক বাজেট উইং প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্টের ডাটা সেন্টার, সার্ভার এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) সংস্কার প্রকল্প ও কর্মসূচির প্রস্তাব করেন।

এফএইচ/ওআর/পিআর

Advertisement