বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ খুলতে বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রীমকোর্টের অনুমতি নিতে হবে মর্মে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বুধবার সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন।রিটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, শিক্ষা সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও বাংলাদেশ বার কাউন্সিলকে বিবাদী করা হয়েছে।আইনজীবী জানান, বার কাউন্সিল ও সুপ্রীমকোর্টের পূর্ব অনুমতি ব্যাতিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগ খুলতে ও শিক্ষার্থী ভর্তি করতে পারবে না মর্মে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।আবেদনে বলা হয়েছে, দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যাদের স্থায়ী ক্যাম্পাস নেই, পর্যাপ্ত শিক্ষক নেই, অথচ তারা অবৈধ ক্যাম্পাসের মাধ্যমে আইনসহ বিভিন্ন বিষয়ের সার্টিফিকেট বাণিজ্য করছে, যার মাধ্যমে বিচার বিভাগকে ক্ষতিগ্রস্ত করছে।সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ অন্তর্ভূক্তির পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সনদ না দেওয়ারও সুপারিশ করেছে বার কাউন্সিলের লিগাল এডুকেশন কমিটি। যার পরিপ্রেক্ষিতে এ বছরের অ্যাডভোকেটশিপ পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি আজও।
Advertisement