টাইগারদের হঠাৎ উত্থান যেনো কিছুতেই হজম করতে পারছে না ক্রিকেটের পরাশক্তিগুলো। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত পারফর্মেন্সে কোনো এক অজানা কারণে বিরক্ত তারা। একের পর এক বাক্যবানে চেষ্টা করেই চলেছেন টাইগারদের ছোট প্রমাণ করতে। এ তালিকায় সর্বশেষ নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ফাষ্ট বোলার ডেল স্টেইন। তিনি টাইগারদের সামর্থ্যকে হেয় করে বাংলাদেশের বিপক্ষে খেলতে আপত্তি তুলেছেন।উইজডেন ইন্ডিয়া পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে স্টেইন বলেন, ‘আমার ক্যারিয়ারের এই সময়ে এসে বাংলাদেশের বিপক্ষে খেলে আমার শক্তি এবং বলগুলো নষ্ট করতে চাচ্ছিনা। তার চেয়ে বরং বিশ্বকাপের মতো বড়ো টুর্নামেন্টগুলোর প্রতি বেশি নজর দিতে চাচ্ছি।’এছাড়াও আত্ম অহংকারী স্টেইন বলেন, ‘আমি বাংলাদেশ যেতে পারি দক্ষিণ আফ্রিকার তরুণ বোলারদের সাহায্য করতে পরামর্শক হিসেবে। কিন্তু আমি আমার ডেলিভারিগুলো বড়ো কোনো টুর্নামেন্টের জন্যেই জমা রাখতে চাই।’ নিজের কথায় স্টেইন সরাসরি বাংলাদেশের ক্রিকেটকে ছোট করে মূল্যায়ণ করেছেন। তার এমন অপেশাদার বক্তব্যে সমালোচনার ঝড় বইছে বাংলাদেশসহ পুরো ক্রিকেট বিশ্বে। বিশেষ করে বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্টেইনের মানসিক সুস্থতার প্রশ্ন তুলেছেন। সেইসাথে দক্ষিণ আফ্রিকাকে পরামর্শ দিয়েছেন এহেন অহংকারী খেলোয়ারকে বিশ্রাম দিয়ে দলকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে।
Advertisement
পাশাপাশি বাংলাদেশিদের দাবি, টাইগারদের ফর্মে থাকাটাকেই ভয় পাচ্ছেন স্টেইন। বিশেষ করে তামিম, সাকিব, সাব্বির, সৌম্যদের মুখোমুখী হতেই তার যতো ভয়।বলা বাহুল্য, ডেল স্টেইন প্রায় এক দশক ধরে দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেও এখন পর্যন্ত আফ্রিকাকে বড়ো কোন সাফল্য এনে দিতে পারেননি।এলএ