ধর্ম

ঐতিহাসিক ইসলামি নৌবাহিনী গঠিত হয়েছিল ৫ রমজান

রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে প্রতি বছরই পবিত্র রমজান মাস মানুষের নিকট ফিরে আসে। সৃষ্টির সূচনালগ্ন থেকেই এ পবিত্র মাসে ঘটেছে অসংখ্য ঘটনা।

Advertisement

মানবতার মুক্তির লক্ষ্যে আল্লাহ তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কুরআনুল কারিমও এ মাসেই নাজিল করেছেন। এ মাসেই আল্লাহ তাআলা ইসলামের সুমহান বিজয় দান করেছেন। মুসলিম উম্মাহর জন্য অনেক মূল্যবান ও মর্যাদার উপদেশ এবং শিক্ষা গ্রহণের মাস রমজান।

আজ রমজান মাসের রহমতের দশকের ৫ম দিন। ইতিহাসের আজকের দিনের স্মরণীয় উল্লেখ্যযোগ্য ঘটনা হলো-

Advertisement

>> আব্দুর রহমান আদ দাখিলের জন্মআবদুর রহমান আদ দাখিল। স্পেনে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা। তিনি ১১৩ হিজরি সনের ৫ রমজান মোতাবেক ৯ নভেম্বর ৭৩১ খ্রিস্টাব্দে দামেস্কে জন্ম গ্রহণ করেন। তিনি উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠা করে নিজেকে খলিফা ঘোষণা করেন।

>> ইসলামি নৌবাহিনী গঠন৫৭৮ হিজরির রমজান মাসের ৫ তারিখ সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী মিসরের আলেকজান্দ্রিয়াতে ইসলামি নৌবাহিনী গঠনের নির্দেশ দেন।

সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর নির্দেশক্রমে কাঠের নৌকা তৈরি করে তাতে সমরাস্ত্র সজ্জিত করে ইসলামি নৌবাহিনী গঠন করা হয়।

এমএমএস/জেআইএম

Advertisement