অর্থনীতি

সঞ্চয়পত্র থেকে সরকার ঋণ নেবে ৩০ হাজার কোটি টাকা

আগামী অর্থবছর সঞ্চয়পত্র বিক্রি থেকে ৩০ হাজার ১৫০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ব্যাংক ব্যবস্থা থেকে নেয়া হবে ২৮ হাজার ২০৩ কোটি টাকা।

Advertisement

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকার ঘাটতি মেটাতে এ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অন্যান্য খাতে ১ হাজার ৯৯৯ কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনার কথা নতুন বাজেটে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের অর্থবিলে তিনি এ প্রস্তাব করেন।

ব্যাংকের তুলনায় সুদহার বেশি থাকায় গত কয়েক বছর ধরে সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে আশার তুলনায় অনেক বেশি। বিক্রির চাপ কমাতে ২০১৫ সালের মে মাসে সঞ্চয়পত্রে গড়ে প্রায় ২ শতাংশ সুদহার কমানো হয়। শিগগিরই আরেক দফা সুদ হার কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বিপুল পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হওয়ায় ঘাটতি অর্থায়নে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার চেয়ে বেশি পরিশোধ করছে সরকার।

আগের অর্থবছরের তুলনায় গত ২২ মে পর্যন্ত ব্যাংকে সরকারের ঋণ কমেছে ২৬ হাজার ৪৭১ কোটি টাকা। এদিকে চলতি ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব ঘাটতি মেটাতে ১৯ হাজার ৬১০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। যদিও চলতি অর্থবছরের ১০ মাসেই (জুলাই-এপ্রিল) ৪২ হাজার ৯৮ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।

Advertisement

এসআই/ওআর/জেআইএম