ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি শহর থেকে বিদ্রোহীদের হটাতে বিমান বাহিনীর চালানো বিমান হামলায় সরকারি বাহিনীর ১০ সেনা নিহত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত বিদ্রোহীদের পরাজিত করতে বড় ধরনের অভিযান শুরু করেছে সামরিক বাহিনী।
Advertisement
প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেঞ্জানা জানিয়েছেন, বুধবারের ওই বিমান হামলায় আরো সাত সেনা আহত হয়েছেন। বিমান বাহিনীর দু’টি এসএফ-২৬০ বিমান থেকে মারায়ি শহরের কেন্দ্রস্থল লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।
প্রথম বিমানের হামলা ঠিক লক্ষ্যে হামলা চালাতে সক্ষম হলেও দ্বিতীয়টির লক্ষ্য সফল হয়নি। তাদের ভুলের কারণে ১০ সেনার প্রাণহানি ঘটেছে।
ডেলফিন লোরেঞ্জানা বলেন, ‘নিজেদের সেনাদের আঘাত করাটা সত্যিই খুব দুঃখজনক। কোথাও কোনো একটা ভুল হয়েছে। হয় নিচ থেকে কেউ নির্দেশ দিচ্ছিল অথবা পাইলটের ভুলের কারণেই এমনটা হয়ে থাকতে পারে।’
Advertisement
গত নয়দিনে দেশটিতে বিমান হামলার ঘটনায় মোট ৩০ সেনা, ১৯ বেসামরিক এবং ১২০ বিদ্রোহী নিহত হয়েছে।
টিটিএন/আরআইপি