দেশজুড়ে

৩৩টি পাসপোর্টসহ তিন মানবপাচারকারী আটক

চট্টগ্রামের হালিশহর থানার বড়পুল এলাকা থেকে তিন মানব পাচারকারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, আলী আকবর (৩৯) বাহার উদ্দিন (২৮) ও শাহ বায়েজিদ উল্লাহ (২৮)।  তাদের কাছ থেকে ৩৩টি পাসপোর্ট, জাল ভিসা, বিভিন্ন দেশের হাইকমিশনারের সিল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তিন মানবপাচারকারীর কাছে তল্লাশি চালিয়ে ৩৩টি পাসপোর্ট ও জাল ভিসা পাওয়া গেছে। উদ্ধার হওয়া পাসপোর্টের অধিকাংশ গোপালগঞ্জ, কুষ্টিয়া ও মাদারীপুরের বাসিন্দা। তারা সাধারণ মানুষদের অবৈধ পথে লিবিয়া পাচার করে আসছিলেন। জানা গেছে, এ চক্রে দেশীয় ও আন্তর্জাতিক চক্র যুক্ত রয়েছে। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে চট্টগ্রামে জড়ো করে। পরে অবৈধ পথে দুবাই পাচার করে। সেখান থেকে পাচারকারীরা অভিবাসীদের লিবিয়ায় নিয়ে যান। এ চক্রের আরো অনেক সদস্য রয়েছেন। কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। তারা একমাস ধরে চট্টগ্রামকে রুট হিসেবে বেছে নিলেও দীর্ঘদিন ধরে চক্রটি মানবপাচারে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।এমজেড/আরআইপি

Advertisement